Published On: Fri, Feb 14th, 2014

৮টি জিনিস নারীরা চান পুরুষের কাছে

Share This
Tags
girl n boy  নারীরা কী চান- চিররহস্যময় এ প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি জানা সম্ভব হয়নি। যাহোক, এ নিয়ে পুরুষদের হতাশ হওয়ার প্রয়োজন নেই। কেননা নারীদের পছন্দ, চাওয়া ইত্যাদির বিস্তর অনুসন্ধান করেছেন গবেষকরা। উন্মোচিত হয়েছে অনেক রহস্য। তবে এ তালিকাটি বেশ দীর্ঘ। তবে বিস্তর পরীক্ষা-নিরীক্ষার পর মাত্র ৮টি মূল বিষয় পেশ করা হয়েছে পুরুষের সামনে। নারীদের পছন্দ-অপছন্দের বিষয়ে অভিজ্ঞরা বলেন, পুরুষের কাছ থেকে নারীরা এই ৮টি জিনিস পেতে পাগলপ্রায় হয়ে থাকেন।
অতএব, জেনে নিন কোন ৮টি বিষয় আপনার মধ্যে থাকলে একজন নারীর চোখে আপনিই হবেন সবচেয়ে আদর্শ পুরুষ।
১. পুরুষের মধ্যে নারীরা চান একজন সুপারম্যান:
না ভয়ের কিছু নেই, আপনাকে সত্যিকারের সুপারম্যান হতে হবে না। আকাশে উড়েও বেড়াতে হবে না। তবে সুপারম্যানের মতো রক্ষাকর্তা হয়ে উঠতে হবে আপনাকে। নারীরা তাকেই সবচেয়ে চায় যার কাছে তারা সবচেয়ে নিরাপদ। সেই পুরুষটিই তার দৃষ্টিতে আদর্শ যে পুরুষ যেকোনো বিরূপ পরিস্থিতিতে রুখে দাঁড়াতে পারে এবং একইসাথে তা থেকে নিরাপদে বের হয়ে আসতে পারে।
২. সুগন্ধী ভাল লাগে নারীদের:
চমৎকার গন্ধের ডিওডরেন্ট বা পারফিউম মেয়েরা খুবই পছন্দ করে। তবে আপনার দেহের গন্ধ আর পারফিউমের গন্ধের একটা সমন্বয়ের প্রয়োজন। এমন ধরনের সুগন্ধি ব্যবহার করুন যা আপনার দেহের গন্ধের সাথে একাকার হয়ে কটু গন্ধ তৈরি করে না। আবার খেয়াল রাখতে হবে, ওই সুগন্ধি যেনো এলার্জির কারণ না হয়। আপনার উপস্থিতির সঙ্গে সুগন্ধিটি যদি মানানসই হয়, তবে প্রথম দর্শনেই মেয়েদের কাছে আপনি হয়ে উঠবেন একজন ব্যক্তিত্ববান পুরুষ।
৩. উপহারের চমক:
মেয়েরা হঠাৎ করে পছন্দনীয় গিফট পেয়ে চমকে যেতে মারাত্মক ভালবাসে। চকোলেট, সুন্দর কথা লিখা গিফট কার্ড বা ফুল- এগুলোর কথা সবাই জানেন। আরো কতো জিনিস রয়েছে তাদের পছন্দের তালিকায়। আসল রহস্যটি হলো, তাকে হঠাৎ করে সুসজ্জিত কিছু একটা উপহার দিয়ে চমকে দিন। দেখবেন, আপনার কাছে এমনই কিছু একটা চেয়েছিলো আপনার প্রেমিকা।
৪. স্বচ্ছতা:
নারীদের ক্ষেত্রেও সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। বিশেষ করে দীর্ঘ সম্পর্কে জড়াতে এর কোনো বিকল্প নেই। তাদেরকে মিথ্যা বলবেন না। আপনি অপছন্দনীয় কিছু একটা করে ফেললেও তা লুকোনো হবে আপনার জন্যে আরো বড় ভুল। কারণ আপনার দোষের কিছু সত্যি করে বলাটাকে মেয়েরা আরো বেশি পছন্দ করে।
৫. দৈহিক গড়ন:
দেহের সৌন্দর্য্য সবারই পছন্দের একটা বিষয় বটে। তাই বলে মনে করবেন না, যাদের দৈহিক গঠন ভাল না তাদের মেয়েরা পছন্দ করে না। আপনি যদি নিয়মিত হালকা ব্যায়াম করেন বা একটু সুন্দর থাকার চর্চা করেন, তবে প্রথম দর্শনেই আপনাকে পছন্দ করার একটি গুরুত্বপূর্ণ শর্ত আপনি পূরণ করলেন।
৬. রুচিশীল পোশাক:
বিশেষজ্ঞদের মতে, রুচিহীন পোশাকের পুরুষদের কোনো কিছুই মেয়েদের আকর্ষণ করে না। সাধারণত চলতি ফ্যাশন নারীদের কাছে প্রিয়। তাই একটু ফ্যাশনেবল থাকুন। ভাল পোশাকই আপনার রুচির পরিচায়ক।
৭. চুলের স্টাইল:
চুলের ভাল একটা কাটিং আপনার চেহারা বদলে দেবে অনেকখানি। চেহারার আদলের সাথে মানাসই চুলের ছাঁট নারীদের কাছে আপনাকে আকর্ষণীয় করে তুলবে। তাদের সামনে আপনার উপস্থিতির ওপর চুলের ছাঁট অনেক গুরুত্ব রাখে। অনেক কিছুই ম্লান হয়ে যাবে যদি চুলের স্টাইল ভাল না হয়।
৮. নিজ হাতে রান্না করে খাওয়ানো:
মেয়েদের অন্যতম পছন্দের তালিকার একটি বিষয় হলো, তার প্রিয়জন নিজ হাতে রেঁধে তাকে খাইয়েছেন। এমনকি শহরের সবচেয়ে নাম করা রেস্টুরেন্টে নিয়ে খাওয়ালে তার যতটা ভাল লাগবে, তার চেয়ে ঢের বেশি আনন্দ লাগবে আপনি যদি একদিন তাকে প্রিয় কোনো রেসিপি রেঁধে খাওয়ান। এ ঘটনাটি তার মনেও থাকব বহুদিন।

Leave a comment

You must be Logged in to post comment.