৪৮ ঘণ্টার সাব-জেলে মোশাররফ
গ্রেপ্তার হওয়া পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে আজ শুক্রবার সাব-জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে তাঁর জামিন আবেদন নামঞ্জুর হয়। টেলিভিশন চ্যানেলগুলোর বরাত দিয়ে রয়টার্স এবং ‘ডন’ ও ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।
ইসলামাবাদের বিচারিক হাকিম রাজা আব্বাস শাহর নির্দেশে রাজধানীর চক শাহজাদের নিজ বাড়িতে মোশাররফ ৪৮ ঘণ্টা বন্দী থাকবেন। এ সময় ওই বাড়িটি সাব-জেল হিসেবে ব্যবহূত হবে।
একই সঙ্গে আদালত পারভেজ মোশাররফকে আগামী দুই দিনের মধ্যে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করার নির্দেশও দেন। সে দেশে সাবেক কোনো সেনাপ্রধানকে গ্রেপ্তারের পর আদালতের সামনে হাজির করার ঘটনা এটাই প্রথম। সুত্র-প্রথম আলো