১৫ রানে জিতলো নিউজিল্যান্ড
একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৫ রানে জিতলো নিউজিল্যান্ড। কিউই ব্যাটসম্যানরা ইনিংসের শুরু থেকেই অনবরত চার-ছক্কা হাকিয়ে পাহাড় সমান ২০৪ রানের টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশকে। তবে বাংলাদেশের টাইগাররাও রানের চাকা সচল রেখে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ মুনারো ৭৬ ও ডেভিচ ৫৯ রান করেন। অপরদিকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ অধিনায়ক মুশফিকুর রহিম ৫০ ও রিয়াদ ৩৪ রান করেন।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টিতে ম্যাচে অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক। এ ম্যাচে বাংলাদেশের পক্ষে অভিষেক হয়েছে আল-আমিন হোসেন ও নিউজিল্যান্ডের পক্ষে অভিষেক হয়েছে ডেভিচ