স্যামসাংয়ের লুকোচুরি
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাং তাদের গ্যালাক্সি এস৪ স্মার্টফোনটির প্রসেসিং ক্ষমতা নিয়ে লুকোচুরি করছে বলে অভিযোগ করেছেন ইউরোপের প্রযুক্তি বিশ্লেষকেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
সম্প্রতি ইউরোপের গবেষকেরা দাবি করেছেন, গ্যালাক্সি এস৪ স্মার্টফোনটির প্রসেসরের ক্ষমতাকে অতিরঞ্জিত করে প্রচার করেছে স্যামসাং। অবশ্য গবেষকদের এ দাবি প্রত্যাখ্যান করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। গবেষকদের দাবি, স্যামসাংয়ের দাবি করা প্রসেসরে ৫৩২ মেগাহার্টজ ক্লক স্পিড বেশ কয়েকটি পরীক্ষায় দেখাতে ব্যর্থ হয়েছে। অর্থাত্ স্যামসাংয়ের গ্যালাক্সি এস৪ স্মার্টফোনে ব্যবহূত এক্সিনয়িস ৫ অক্টা নামের প্রসেসরটি বেঞ্চমার্ক পরীক্ষার যে ফল দেখায় তা স্যামসাংয়ের প্রচারণার চেয়ে অনেক কম।
‘বিয়ন্ড থ্রিডি ফোরাম’-এ স্যামসাংয়ের সমালোচনা করে এক প্রদায়ক মন্তব্য করেন, বেঞ্চমার্ক পরীক্ষায় ফল অতিরঞ্জিত করায় প্রতিষ্ঠানটির লজ্জিত হওয়া উচিত।
এদিকে স্যামসাং জানিয়েছে, কোনো তথ্য অতিরঞ্জিত করা হয়নি। স্বাভাবিক অবস্থায় গ্যালাক্সি এস ফোরের গ্রাফিকস প্রসেসিং ইউনিটের ফ্রিকোয়েন্সি ৫৩৩ মেগাহার্টজ পর্যন্ত যেতে পারে।