স্বাগত ২০১৪
জীর্ণ ঝরা পাতার মতো ঝরে গেল ২০১৩ সালের ক্যালেন্ডার। আজ ১ জানুয়ারি বুধবার উঠেছে নতুন সূর্য। এ সূর্য নতুন বছরের। এ প্রভাত নতুন দিনের, নতুন স্বপ্নের। চারদিকের হানাহানি, রক্তপাত, উদ্বেগ-শঙ্কার মধ্যেও মানুষ অসীম প্রতীক্ষা করছে নতুন সূর্যালোকিত সময়ের। সরকার ও বিরোধী দলের মধ্যে টানা সংঘাতময় পরিস্থিতিতে পড়ে মানুষ এখন শঙ্কিত, উদ্বিগ্ন। নতুন বছরের প্রভাবে আমাদের চারদিকের রক্তপাত, হানাহানি, উদ্বেগ-শঙ্কা পেরিয়ে নতুন বছরে আসুক নিঃশঙ্ক জীবন। আসুক শান্তি। স্বাগত খ্রিস্টীয় নতুন বছর ২০১৪ সাল।