সোনাক্ষী সিনহা ৮ ঘণ্টা নোংরা পানিতে দাঁড়িয়ে ছিলেন
প্রভু দেবার পরিচলিত নতুন সিনেমা ‘আর রাজকুমার’ এর শুটিং চলছে। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর আর সোনাক্ষী সিনহা। এই সিনেমার শুটিং করতে গিয়েই ধৈয্যর চরম পরিচয় দিলেন নায়িকা সোনাক্ষী। একটি শটের জন্য ময়লা পানিতে প্রায় ৮ ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন তিনি।
শুটিংটা হচ্ছিল একটা গ্রামে। একটি জলাধারে দাড়িয়ে শটের জন্য তৈরি হলেন। কিছুক্ষণ পরই সোনাক্ষী দেখেন এই জলাশয়েই গরু মহিষের গোসল থেকে যাবতীয় কাজ সারছেন গ্রামবাসী। এ দৃশ্য দেখার পর অস্বস্তিতে পড়ে যান তিনি।
কিন্তু নাছোড় পরিচালক প্রভু দেবা। ফলে ঘণ্টার পর ঘণ্টা ওই নোংরা, ঘোলা আর দুর্গন্ধযুক্ত পানিতেই দাঁড়িয়ে থাকতে হল সুন্দরী সোনাক্ষীকে। এবং যতক্ষণ না শট একদম পারফেক্ট হল ততক্ষণ ছাড় পেলেন না কেউই। আর এই শট মনমতো হতে সময় লেগেছে প্রায় ৮ ঘণ্টা।