Published On: Mon, Nov 23rd, 2015

সিলেটকে ১ রানে হারিয়েছে চিটাগাং

Share This
Tags

142915

শ্বাসরুদ্ধকর ম্যাচে সিলেটকে ১ রানে হারিয়েছে চিটাগাং ভাইকিংস। শেষ বলে জয়ের জন্য ৩ রান দরকার হলেও অধিনায়ক মুশফিক ১ রান তুলতে সক্ষম হন। মুশফিকের অর্ধশতক পুরণ হলেও ১ রানে জয় অধরা থেকে যায় সিলেটের। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ের উদ্বোধন করতে নামেন জুনায়েদ সিদ্দিকী এবং দিলশান মুনাবেরা। মোহাম্মদ আমিরের প্রথম ওভারে ৫ রান তুলে নেন দুই ওপেনার। তবে, দ্বিতীয় ওভারে তিলকারত্নে দিলশানকে আক্রমণে আনেন তামিম। আর সে ওভারের ছয় বলে ছয়টি বাউন্ডারি হাঁকান দিলশান মুনাবেরা। ইনিংসের সপ্তম ওভারে আউট হন জুনায়েদ সিদ্দিকী। শফিউল ইসলামের বলে বোল্ড হওয়ার আগে এ ওপেনার করেন ১৩ বলে ৫ রান। তবে, ব্যাটে ঝড় তুলে অর্ধশতক তুলে নেন লঙ্কান তারকা মুনাবেরা। মাত্র ৩০ বলে ১৩টি চারের সঙ্গে একটি ছক্কা হাঁকিয়ে ৬৪ রান করেন তিনি। অষ্টম ওভারে সাঈদ আজমলের বলে মেন্ডিসের তালুবন্দি হন তিনি। একই ওভারে মুমিনুল হককে (২ রান) এলবির ফাঁদে ফেলেন আজমল। নাজমুল হাসান ও মোহাম্মদ শহীদ  যথাক্রমে ৯ ও ৩ রান করেন। এরপর রানের চাকা ঘুরিয়ে নিয়ে চলেন মুশফিক এবং নুরুল হাসান। এ জুটি থেকে আসে আরও ৫৫ রান। দলীয় ১৩১ রানের মাথায় ১৫তম ওভারে শফিউল ফিরিয়ে দেন নুরুল হাসানকে। এলবির ফাঁদে পড়ার আগে নুরুল হাসান ২০ বল মোকাবেলা করে তিনটি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৩২ রান করেন। মুশফিক শেষ ওভারের শেষ বলে অর্ধশতক পুরণ করেন। চিটাগাং এর পক্ষে শফিউল ২৫ রানে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। এর আগে সিলেট সুপার স্টার্সের বিরুদ্ধে দিলশানকে হারিয়ে শুরুতে হোচট খেলেও পরে তামিমে ভর করে অবস্থার পরিবর্তন করে নেয় চিটাগাং ভাইকিংস। তামিমে উজ্জজীবিত হয় ভাইকিংস শিবির। তামিম ইকবাল ৪৫ বল খেলে ৬৯ রান করে মোহাম্মদ শহীদের তালুবন্দী হন। তামিমের স্কোরের মধ্যে চারের মার ছিল ৬ টি ও ছয় রয়েছে চারটি। তামিমের পরে বিজয় এসে ৩ রানে ফিরে গেলেও হাল ধরেন ইয়াসির আলী ও জীবন মেন্ডিস। কিন্তু মেন্ডিসও ২০ রানে ফিরে যান প্যাভিলিয়নে। তবে ইয়াসির আলীও তামিমের মতো নিজেকে যথার্থ প্রমাণ করেন।  ইয়াসির আলী ইনিংসের শেষ বলে আউট হবার আগে করেছেন ৬৩ রান।  যা দলের বড় স্কোর সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  জিয়াউর রহমান ক্রিজে নেমেই দাপুটে ব্যাটসম্যান হিসেবে নিজেকে জাহির করার চেষ্টা করেন। সিলেটের শুরুটা ভালো হলেও ধারাবাহিকতা ভালো ছিল না। তাঁদের বোলারদের রীতিমতো তুলোধুনো করে ক্রিজে দাপট দেখিয়ে যাচ্ছিলেন তামিম। কিন্তু অজান্তা মেন্ডিসে পরাস্ত হতে হন বাংলাদেশের এই তারকা ব্যাটসম্যানকে। পাশাপাশি নিজেকে ধরে রাখেন ইয়াসির আলী। ২০ ওভার শেষে উইকেট ৫ হারিয়ে চিটাগাং সংগ্রহ করেছে ১৮০ রান ।  সিলেটের পক্ষে মোহাম্মদ শহীদ, অজান্তা মেন্ডিস, নাজমুল ইসলাম শুভাশীষ রায় একটি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন শফিউল ইসলাম।

Leave a comment

You must be Logged in to post comment.