শূটিং স্পটে জ্ঞান হারান ফারজানা ছবি
এ প্রসঙ্গে ছবি dhakabd24 কে বলেন, বরাবরই ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয়ের সুযোগ আমার অভিনয় জীবনকে সমৃদ্ধ করেছে। এই গল্পটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এবং সফুরা চরিত্রটি একটি বাস্তব চরিত্র।
অভিনয়কালীন সময়ে একটি দৃশ্য ধারণের জন্য আমাকে টানা সাড়ে তিন ঘণ্টা একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। কাজটি শেষে আমি প্রচণ্ড ভাবে অসুস্থ হয়ে পড়ি এবং এক পর্যায়ে জ্ঞান থাকে না।
তবুও সার্বিকভাবে সফুরার পুরো বাস্তবতা সুস্পষ্ট ও সঠিকভাবে তুলে ধরা আমার দায়িত্ব মনে করেছি। আশফাক আহমেদের গল্প বিন্যাস, বুলবুল বিশ্বাসের রচনা ও পঙ্কজ ঘোষের পরিচালনায় নাটকের প্রধান নারী চরিত্র সফুরার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী ফারজানা ছবি। নাটকটিতে আরও অভিনয় করেছেন প্রাণ রায়, আল মনসুর ও মম আলী।