শাকিব-শ্রাবন্তী প্রশংসায় উড়ছেন
আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’ ‘হারাবো তোকে’ শিরোনামে একটি মিউজিক ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। গতকাল রাতে ইউটিউবে প্রকাশিত গানটি প্রথম ১২ ঘণ্টায় দেখা হয়েছে ১ লাখ ৬০ হাজার বারের বেশি। শুক্রবার বিকাল পর্যন্ত এই সংখ্যা ২ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে।
এত পরিমাণ ভিউয়ার্স পাওয়ার বিষয়টিকে ‘শ্বাসরুদ্ধকর’ বলে মন্তব্য করছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা। তিনি বলেন, এত অল্প সময়ে কলকাতার কোনো বাংলা ছবির গানের ‘ফার্স্ট লুক’ এতবার দেখার ঘটনা বিরল।
আরও তিন-চার দিন পর ‘হারাবো তোকে’ গানটির মূল ভিডিও প্রকাশিত হবে বলে জানা গেছে। ‘শিকারি’ ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক সীমান্ত ও কলকাতার জয়দেব। ছবিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার শ্রাবন্তী।সবকিছু ঠিকঠাক থাকলে ঈদে মুক্তি পাবে ছবিটি।