শচীনের টুইটারেও রেকর্ড
ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমে মাঠের পারফরমেন্সের পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েছেন ভারতীয় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। মাইক্রোব্লগিং সাইট টুইটারে করা শচীনের টুইট ভারতের মধ্যে রিটুইটের ক্ষেত্রে রেকর্ড গড়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।
আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরি, ৩৪ হাজারের বেশি রানসহ অসংখ্য কীর্তির পাশাপাশি তার দুই যুগের ক্যারিয়ারে যোগ হয়েছে টুইটারের রেকর্ডটিও। ২০০তম টেস্ট ম্যাচের আগে কিংবদন্তির এ ব্যাটসম্যান তাঁর টুইটে লেখেন, ‘আই অ্যাম রিয়েলি টাচড উইথ’। এই টুইটে তাঁর ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন শচীন। পরে টুইটার ইন্ডিয়া নিশ্চিত করেছে, শচীনের টুইটটি রেকর্ড গড়ে ফেলেছে। ভারতের মধ্যে সবচেয়ে বেশি রিটুইটের রেকর্ড এটি।
এর আগে ২০১০ সালে টুইটারে যোগ দেওয়ার সময়ও মাত্র ২০ ঘণ্টায় ৮৫ হাজার ফলোয়ারের রেকর্ডটিও শচীন টেন্ডুলকারের করা।
শচীন টেন্ডুলকারের টুইটটি ১০ হাজার ৬০০ বারের বেশি রিটুইট ও একে ছয় হাজারের বেশি ব্যবহারকারী তাদের প্রিয় টুইট হিসেবে রাখলেও আন্তর্জাতিক রেকর্ড ধরলে এটি খুবই সামান্য। ২০১২ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর বারাক ওবামা যে টুইট করেছিলেন সেটি সাড়ে সাত লাখবারের বেশি রিটুইট হয়েছিল।
টুইটারে টেন্ডুলকারের প্রায় ৪০ লাখের কাছাকাছি ফলোয়ার রয়েছে ।