শচিনের অনুরোধ ছেলের জন্য
লিটল মাষ্টার শচিন টেন্ডুলকার তনয় অর্জুনকে নিয়ে আগ্রহের কমতি নেই মিডিয়ার। আর সেটাই ভাবিয়ে তুলেছে পিতা শচিনকে।
তাই সংবাদমাধ্যমের কাছে তার অনুরোধ, অর্জুনকে স্বাভাবিক জীবনযাপন করতে দিন। মাঠের পারফরমেন্স নিয়ে এখনই ওকে চাপে ফেলবেন না।
মুম্বাইয়ে একটি ক্রিকেট ক্লাবে টেস্ট ও ওয়ান ডে-র সর্বোচ্চ রানের মালিক বললেন, শুধুমাত্র তার খ্যাতির কারণে ছেলের উপর প্রত্যাশার চাপ দিতে চান না।
উল্লেখ্য, অর্জুন গতকাল রবিবার যুব পারসি ক্রিকেট ক্লাবের হয়ে কাঙ্গা লিগে প্রথম ম্যাচ খেলেছে । এ ম্যাচে ১৪বছর বয়সী অর্জুন মাত্র ১২বল খেলতে পেরেছে।