Published On: Thu, Apr 17th, 2014

রুদ্ধশ্বাস জয় নাইট রাইডার্সের

Share This
Tags
kolkata-knight-riders-ipl9আবু ধাবিতে আইপিএল-৭-এর প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে ৪১ রানে হারাল কলকাতা নাইটরাইডার্স। ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা জিতে নিলেন জাক কালিস। শেখ জায়েদ স্টেডিয়ামের পিচে ঘাসের আধিক্য থাকার ফলে ব্যাটসম্যানরা বিশেষ সুবিধা করতে পারবে না বলেই মনে করেছিলেন বিশেষজ্ঞরা। তবে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাইট ক্যাপ্টেন গৌতম গম্ভীর।

ইনিংসের শুরুতে শূন্য রানে ফিরে যান গম্ভীর নিজে। এরপর নাইটদের ব্যাটিংয়ের হাল ধরেন অভিজ্ঞ জাক কালিস ও মনীশ পান্ডে। ৪৬ বলে ৭২ রানের অনবদ্য ইনিংস খেলেন কালিস। উল্টো দিকে ৫৩ বলে ৬৪ রান করেন মণীশ। দুই জনের জুটিতে মোট ৭৯ বলে ওঠে ১০০ রান।

সবুজ পিচে মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা ভয়ঙ্কর হয়ে ওঠেন। তবে সবচেয়ে কার্যকর হন লাসিথ মালিঙ্গা। গম্ভীর, কালিস, মণীশ ও শাকিব আল হাসানের উইকেট তুলে নেন তিনি। মোট ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন মালিঙ্গা। কালিস ও মণীশ ছাড়া বিশেষ সুবিধা করতে পারেননি নাইট রাইডার্সের কোনও ব্যাটসম্যানই। ৫ উইকেট খুইয়ে দলের ইনিংস শেষ হয় ১৬৩ রানে।

ঘাসের পিচের ফায়দা তুলে শুরু থেকেই মুম্বইয়ের ব্যাটসম্যানদের বিপাকে ফেলে দেন মর্নি মরকেল। বলে ভ্যারিয়েশন বজায় রেখে আধিপত্য বিস্তার করেন সুনীল নারিনও। যোগ্য সঙ্গত করেন পীযুষ চাওলা। নাইট বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মুম্বইয়ের যাবতীয় ব্যাটিং প্রতিরোধ। ম্যাচের শেষে স্টেডিয়ামে দেখতে পাওয়া যায় নাইট রাইডার্সের উচ্ছ্বসিত মালিক শাহরুখ খানকে।

Leave a comment

You must be Logged in to post comment.