রুদ্ধশ্বাস জয় নাইট রাইডার্সের
ইনিংসের শুরুতে শূন্য রানে ফিরে যান গম্ভীর নিজে। এরপর নাইটদের ব্যাটিংয়ের হাল ধরেন অভিজ্ঞ জাক কালিস ও মনীশ পান্ডে। ৪৬ বলে ৭২ রানের অনবদ্য ইনিংস খেলেন কালিস। উল্টো দিকে ৫৩ বলে ৬৪ রান করেন মণীশ। দুই জনের জুটিতে মোট ৭৯ বলে ওঠে ১০০ রান।
সবুজ পিচে মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা ভয়ঙ্কর হয়ে ওঠেন। তবে সবচেয়ে কার্যকর হন লাসিথ মালিঙ্গা। গম্ভীর, কালিস, মণীশ ও শাকিব আল হাসানের উইকেট তুলে নেন তিনি। মোট ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন মালিঙ্গা। কালিস ও মণীশ ছাড়া বিশেষ সুবিধা করতে পারেননি নাইট রাইডার্সের কোনও ব্যাটসম্যানই। ৫ উইকেট খুইয়ে দলের ইনিংস শেষ হয় ১৬৩ রানে।
ঘাসের পিচের ফায়দা তুলে শুরু থেকেই মুম্বইয়ের ব্যাটসম্যানদের বিপাকে ফেলে দেন মর্নি মরকেল। বলে ভ্যারিয়েশন বজায় রেখে আধিপত্য বিস্তার করেন সুনীল নারিনও। যোগ্য সঙ্গত করেন পীযুষ চাওলা। নাইট বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মুম্বইয়ের যাবতীয় ব্যাটিং প্রতিরোধ। ম্যাচের শেষে স্টেডিয়ামে দেখতে পাওয়া যায় নাইট রাইডার্সের উচ্ছ্বসিত মালিক শাহরুখ খানকে।