Published On: Thu, May 8th, 2014

মনিষা লজ্জিত ও অনুতপ্ত

Share This
Tags

mনব্বই দশকে ক্যারিয়ারের শুরুতেই একাধিক ছবির মাধ্যমে বলিউডে অভিনেত্রী হিসেবে নিজের একটি অবস্থান তৈরি করেছিলেন মনিষা কৈরালা। অভিনয়-গ্ল্যামার-পারফরমেন্সের মাধ্যমে মাধুরী, কারিশমাদের মতো জনপ্রিয় অভিনেত্রীদের তিনি টক্কর দিয়েছেন। তবে ২০০০ সালের পর ব্যক্তিগত সমস্যা, স্ক্যান্ডাল এবং বিভিন্ন পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হওয়ার পর থেকে বলিউডে কাজ কমতে থাকে তার। শুধু তাই নয়, তার বেপরোয়া জীবনের কাহিনীও কম প্রকাশ হয়নি ভারতীয় মিডিয়াগুলোতে। ঠিক সে সময় আরও একটি অদ্ভুত কা- ঘটিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন মনিষা। আর সেটি হচ্ছে ‘এক ছোটি সি লাভ স্টোরি’ নামক একটি প্রাপ্তবয়স্ক ছবিতে অভিনয় করে। সেই ছবিতে অনেকটাই নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছিলেন তিনি। শুধু তাই নয়, সেই ছবির এক অভিনেতার সঙ্গে তার যৌনদৃশ্য নিয়েও কম সমালোচনা হয়নি। সব মিলিয়ে এ ছবির পর থেকেই মূলত ক্যারিয়ার আর ঘুরাতে পারেননি মনিষা। এদিকে এত বছর পর এসে সম্প্রতি এ ছবিটি নিয়ে নিজের লজ্জা প্রকাশ করেছেন এ অভিনেত্রী। এ ছবিটি নিজের জীবনের সবচেয়ে বড় ভুল বলেও উল্লেখ করেছেন তিনি। এখানে নিজের নগ্ন ও যৌনদৃশ্য নিয়ে তিনি এখন লজ্জিত বলেও জানিয়েছেন মিডিয়াকে। যার মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি। এ বিষয়ে মনিষা বলেন, আসলে মানুষ জীবনে কিছু ভুল করেই থাকে। আমিও করেছি। ‘এক ছোটি সি লাভ স্টোরি’ ছবিটি করা ছিল আমার জীবনের অন্যতম ভুল। সেখানে আমাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা নিয়ে আমি এখন লজ্জাবোধ করি। আমি বিষয়টি মাঝেমধ্যে মনে করে অনুতপ্ত হই। এ ছবিটি না করলে আমার ক্যারিয়ারে কোন কালিমা থাকত না। যাই হোক, এ রকম ভুল নিশ্চয়ই আর হবে না। আমি সবার দোয়ায় ক্যানসার থেকে মুক্ত হয়ে এখন সম্পূর্ণ সুস্থ। শিগগিরই নতুন ছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছি।

Leave a comment

You must be Logged in to post comment.