Published On: Thu, Apr 14th, 2016

ভূমিকম্পে ৬টি ভবন হেলে পড়েছে চট্টগ্রামে

Share This
Tags

earthquake6_4934

চট্টগ্রামে ভূমিকম্পে অন্তত ছয়টি ভবন হেলে পড়েছে। আজ বুধবার রাত ৭টা ৫৫ মিনিটে প্রচণ্ড ঝাঁকুনিতে নগরের চান্দগাঁও, হালিশহর আবাসিক এলাকা এবং লাভলেইন, সাগরিকা, রহমতগঞ্জ ও আমতল এলাকায় ভবনগুলো হেলে পড়ে। ফায়ার সার্ভিস, পুলিশ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ৮ নম্বর সড়কের ৫৩৮ নম্বর হোল্ডিংয়ের ছয়তলা ভবনটি পশ্চিম দিকে প্রায় এক ফুট হেলে গেছে। ভবন থেকে লোকজনকে বের করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মো. শাহজাহান কবির বলেন, ৫৩৮ নম্বর বাড়িতে ১০টি পরিবার বসবাস করে। বাড়ির নিচতলা গাড়ি রাখার গ্যারেজ। ভূমিকম্পে বাড়িটি প্রায় এক ফুট পশ্চিম দিকে কাত হয়ে গেছে। আমরা হেলে পড়া বাড়ি থেকে সবাইকে বের করে দিচ্ছি। এদিকে, নগরের রহমতগঞ্জ এলাকায় বিবেকানন্দ নামের একটি কিন্ডারগার্টেন স্কুল হেলে পাশের ভবনে লেগে গেছে।  রহমতগঞ্জের এক বাসিন্দা জানান, স্কুলটি চারতলা ভবনের। প্রচণ্ড ঝাঁকুনিতে ভবনটি পার্শ্ববর্তী আরেকটি ভবনের সঙ্গে লেগে গেছে। এ ছাড়াও প্রত্যক্ষদর্শীরা জানান, কোতোয়ালি থানাধীন আমতল এলাকায় আলমাস শপিং মল নামের একটি বহুতল ভবনও হেলে পড়েছে। অপরদিকে, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এম এ মালেক জানান, নগরের লাভলেইন এলাকায় তিনতলা, হালিশহর বি-ব্লক আবাসিক এলাকায় পাঁচতলা এবং সাগরিকা শিল্প এলাকায় পাঁচতলাবিশিষ্ট একটি পোশাক তৈরি কারখানার ভবন হেলে পড়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।