Published On: Tue, Feb 11th, 2014

বেশিরভাগ কোম্পানির দর কমেছে

Share This
Tags

ডেস্ক রিপোর্ট – পলাশ সরকার

dse-logoশেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান অব্যাহত থাকলেও সূচকের পতন অব্যাহত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। এ সময়ে উভয় বাজারে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। টাকার পরিমাণে লেনদেনও রয়েছে কিছুটা শ্লথ গতিতে।

দুপুর সাড়ে বারোটায় ডিএসইতে সূচক বেড়েছে ১ পয়েন্ট আর লেনদেন হয়েছে ৩১৫ কোটি টাকা। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের উত্থানে শুরু হয়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘন্টায় ব্রড ইনডেক্স ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৪৬ পয়েন্টে। এ সময় মোট ২৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৯৭টি, কমেছে ১৪৫টি আর অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ৩১৫ কোটি ৫০ লাখ টাকার।

দুপুর সাড়ে বারোটায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৪৯৭ পয়েন্টে। এ সময় মোট ১৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১০৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের। টাকার পরিমাণে মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ২০ লাখ টাকার।

গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইনডেক্স বেড়েছিল ৩৩ পয়েন্ট। এদিন মোট লেনদেন হয় ৭৭০ কোটি ৪০ লাখ টাকার।

Leave a comment

You must be Logged in to post comment.