বিএনপির গণসমাবেশ আজ
আজ (সোমবার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে গণসমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গণসমাবেশ উপলক্ষে রাজধানীজুড়ে ব্যাপক শোডাউনের পরিকল্পনা নিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সমাবেশে বক্তব্য রাখবেন।
ডিএমপি সূত্র জানায়, বিএনপি নেতাদের আবেদনের প্রেক্ষিতে গোয়েন্দা প্রতিবেদন যাচাই বাছাই করে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বলেন, বিএনপিকে কিছু শর্ত সাপেক্ষে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি নির্বাচনের পর এটাই হবে বিএনপির প্রথম গণসমাবেশ। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ কর্মসূচিকে সফল করতে নেতাদের নির্দেশ দেয়া হয়েছে। হাইকমান্ডের নির্দেশে এ উপলক্ষে ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোয় চলছে সব ধরণের প্রস্তুতি। সমাবেশে নেতাকর্মীদের আন্দোলন অব্যাহত রাখার নির্দেশনা দেবেন বিএনপি চেয়ারপারসন। একই সঙ্গে শিগগিরই দেশের বিভিন্ন শহরে সভা-সমাবেশে নিজের যোগ দেয়ার ঘোষণাও দিতে পারেন খালেদা জিয়া।
৫ জানুয়ারির নির্বাচনের পর গত বুধবার খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে এ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিলেন।