বিএনপির গণসমাবেশ আজ


ডিএমপি সূত্র জানায়, বিএনপি নেতাদের আবেদনের প্রেক্ষিতে গোয়েন্দা প্রতিবেদন যাচাই বাছাই করে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বলেন, বিএনপিকে কিছু শর্ত সাপেক্ষে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি নির্বাচনের পর এটাই হবে বিএনপির প্রথম গণসমাবেশ। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ কর্মসূচিকে সফল করতে নেতাদের নির্দেশ দেয়া হয়েছে। হাইকমান্ডের নির্দেশে এ উপলক্ষে ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোয় চলছে সব ধরণের প্রস্তুতি। সমাবেশে নেতাকর্মীদের আন্দোলন অব্যাহত রাখার নির্দেশনা দেবেন বিএনপি চেয়ারপারসন। একই সঙ্গে শিগগিরই দেশের বিভিন্ন শহরে সভা-সমাবেশে নিজের যোগ দেয়ার ঘোষণাও দিতে পারেন খালেদা জিয়া।
৫ জানুয়ারির নির্বাচনের পর গত বুধবার খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে এ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিলেন।