বন্যার লোকসংগীত অ্যালবাম
প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে এবার বেজে উঠল বাংলার মাটি ও মানুষের গান। মাটির গান হৃদয়কে আন্দোলিত করে আর শিকড়কে চেনার আহ্বান জানায়। তাই লোকজ গান নিয়ে একটি অ্যালবাম করার দীর্ঘদিনের ইচ্ছে ছিল এই গুণী শিল্পীর। অ্যালবামের কাজ শুরুর মাধ্যমে তার এই ইচ্ছে পূর্ণতা পেতে যাচ্ছে। লোকগানের প্রতি এমনিতেই বিশেষ টান আছে বন্যার। সম্প্রতি ‘বাংলার গান’ শীর্ষক সংগীত প্রতিযোগিতার বিচারক হওয়ার পর এ অ্যালবামের জন্য আরও বেশি আগ্রহী হয়ে ওঠেন। এ ছাড়া দ্বীজেন্দ্রলাল রায়ের গান নিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের কথা জানিয়েছেন বন্যা। বন্যা বলেন, “এবারের ‘বাংলার গান’ প্রতিযোগীদের গান শুনে মাটির গানের প্রতি টান আরও বেড়ে গেছে। এ জন্য অনেক দিনের ভাবনাকে বাস্তবে রূপ দিতে যাচ্ছি। চেষ্টা চালাচ্ছি শ্রোতাদের জন্য ভালো কিছু গান তৈরি করার।”