Published On: Sat, Jun 22nd, 2013

পাবিপ্রবিতে ছাত্রলীগ-ছাত্রদল ধাওয়া-পাল্টা ধাওয়া

Share This
Tags

indexপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে ।

তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের চাঁদা তোলা ও প্রভাব বিস্তারকে কেন্দ করে ছাত্রলীগ ও ছাত্রদল সমর্থিত দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এসময় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মাঝে আতংক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে ক্যাম্পাস চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a comment

You must be Logged in to post comment.