‘নওশীনের শ্বশুরবাড়িতে প্রথম ঈদ’
নওশীন শুরুতে ছিলেন রেডিওর কথাবন্ধু। এরপর নিয়মিত উপস্থাপনা করছেন, নাটকে অভিনয় করছেন, কাজ করছেন বিজ্ঞাপনচিত্রেও। অভিনয় করেছেন চলচ্চিত্রে। এবার ঈদে কয়েকজন নির্মাতার নাটকে অভিনয় করেছেন। সবগুলো নাটকই ঈদে প্রচারিত হবে। নাটকগুলো হলো শোধ, মিয়া বিবি, শুধু এক মিনিট আর ফরেন জামাই। আগে কাজ করা কয়েকটি নাটকও প্রচারিত হবে।
গত মার্চ মাসে হিল্লোল আর নওশীন বিয়ে হয়েছে।শ্বশুরবাড়িতে এবারই প্রথম ঈদ । তাই মায়ের বাড়ির পাশাপাশি শ্বশুরবাড়ির জন্যও কেনাকাটা।সব মিলিয়ে বিজি সময় কাটাছেন নওশীন।