তৈলাক্ত চুল থেকে মুক্তির উপায়
যাদের চুল প্রতিদিন শ্যাম্পু না করলে তেলতেলে হয়ে যায় তাদের জন্য নিচে কিছু টিপস দেয়া হলঃ
* চুলের গোঁড়াতে বেবী পাউডার দিয়ে চুল আঁচড়িয়ে ফেলুন। এতে চুল ঝরঝরে হবে।
* চুলের গোঁড়াতে বেবী পাউডার এর বদলে কর্ণ ফ্লাওয়ার দিলে ও চুলের তেলতেলে ভাব কমে যাবে।
* হ্যান্ড স্যানিটাইজার কাপড়ে নিয়ে চুলে লাগিয়ে তারপর আঁচড়ালে চুলে তেলতেলে ভাব থাকবেনা।
* ওয়েট টিস্যু দিয়ে চুল মুছে নিলেও ঝরঝরে চুল পাওয়া সম্ভব।
* যে কোন পারফিউম চিরুনীতে লাগিয়ে নিয়ে সাথে সাথে চুল আঁচড়ালে চুল ঝরঝরে হবে সেই সাথে সুবাসিত চুলও পাওয়া যাবে।