তাহলে কি সত্যিই বিদায় নিচ্ছেন দিয়া মির্জা ?
বলিউডের জনপ্রিয় নায়িকা দিয়া মির্জা কি অভিনয় ছেড়ে দিচ্ছেন! এমন প্রশ্ন এখন বলিউড পাড়া থেকে শুরু করে দিয়া’র ভক্তদের মাঝে ঘুরপাক খাচ্ছে। শোবিজ সংবাদকর্মীরাও এমন প্রশ্ন নিয়ে দিয়া মির্জার মুখোমুখি হয়েছিলেন। তবে সরাসরি উত্তর না দিয়ে এড়িয়ে গেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
দিয়া মির্জা বর্তমানে অভিনয়ের চেয়ে প্রযোজনায়র দিকে বেশি ঝুঁকেছেন। সর্বশেষ তার অভিনিত মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো লাভ ব্রেক। সিনেমাটি ২০১১ সালে মুক্তিপায়। এরপর আর কোন সিনেমার সেটে অভিনেত্রী হিসেবে দেখা যায়নি তাকে।
দিয়া মির্জা বলেন, বর্তমানে আমি অভিনয়ের চেয়ে প্রযোজনার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি। আমার হাতে কিছু নতুন কাজ রয়েছে। এগুলোর প্রযোজনা নিয়েই ব্যস্ত আছি।
তার প্রযোজিত সিনেমাগুলোতে নায়িকা হিসেবে দেখা যাবে বিদ্যাবালান, হুমা কোরেশি, রিচার্ড। অথচ কোথাও নেই নায়িকা দিয়ার নাম। আর এ নিয়ে দিয়া মির্জার নিরব প্রস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।