ঢাবিতে ‘বিজয় একাত্তর’ উদ্বোধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত আবাসিক হল ‘বিজয় একাত্তর’ উদ্বোধন করবেন। একই সাথে ঢাবির কর্মচারীদের জন্য নির্মিতব্য বঙ্গবন্ধু টাওয়ার, এমবিএ’র নতুন ভবন এবং শিক্ষকদের আবাসিক কোয়ার্টার ভবনের উদ্বোধন করবেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বুধবার সকাল থেকেই ক্যাম্পাসে সাজ সাজ রব। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় এলাকার বিল্ডিংগুলো ঘষেমেজে রঙ লাগানো হয়েছে, রাস্তায় নতুন পিচ ঢালাই করে রাস্তাগুলো চকচকে করে তোলা হয়েছে।
প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে পুরো বিশ্ববিদ্যালয় যেন তার পুরনো সেই নতুন রুপ ফিরে পেয়েছে।
নব নির্মিত হল উদ্বোধন করা হবে এমন সংবাদে খুশি ঢাবি শিক্ষার্থীরাও। কারণ এখানে পড়তে এসে তাদের আবাসন সঙ্কটের মধ্য দিনানিপাত করতে হয়। এমন কি ছাত্ররা হলকক্ষে থাকতে না পেরে বাধ্য হয়ে হলের বারান্দায় মানবেতর জীবন যাপন করেন।নতুন হল উদ্বোধন করা হলে সাময়িকভাবে হলেও বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা কমবে বলে অনেক শিক্ষার্থী মনে করেন।
যেসব হলে তীব্র আবাসিক সঙ্কট রয়েছে সেগুলাতে থেকে ছাত্রদের এখানে স্থানান্তর করে নেওয়া হবে বলে খোঁজ নিয়ে জানা গেছে।