ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
প্রশ্নপত্র ফাঁসের কারণে বৃহস্পতিবারে অনুষ্ঠিতব্য ঢাকা শিক্ষা বোর্ডের অধীন উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসিলমা বেগম বলেন, অনিবার্য কারণে শুধু ঢাকা বোর্ডের এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।