Published On: Sun, Jul 21st, 2013

জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও মঙ্গলবার

Share This
Tags

imagesমঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল পদ্ধতির ভুক্তভোগী শিক্ষার্থীবৃন্দের ব্যানারে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

শিক্ষার্থীরা বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে প্রমোশনে সর্বনিম্ন গ্রেড বাতিলের দাবি মেনে না নিলে মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও করা হবে।

সমাবেশে বক্তারা বলেন, প্রমোশনে নির্ধারিত সর্বনিম্ন গ্রেড পয়েন্ট  বাতিল করতে হবে। কলেজের বর্তমান শিক্ষা আয়োজনে অটো প্রমোশন বাতিল করা যাবে না।”

এছাড়া এক বিষয়ে পাশ করলে প্রমোশন দিয়ে স্পেশাল মানোন্নয়ন পরীক্ষার ব্যাবস্থা করার দাবি জানিয়েছেন।

আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক সালাউদ্দীন আহমেদ বলেন, “সারা দেশের সব কলেজে গড়ে অর্ধেকের বেশি শিক্ষার্থীর ফলাফল ‘নট প্রমোটেড’। দুই-তৃতীয়াংশের বেশি ছাত্র চলতি বছর সেশন জটের শিকার হচ্ছে। সৃজনশীল পদ্ধতির পরিণাম আমরা কড়ায়গণ্ডায় পাচ্ছি। এর থেকে প্রতিকারের জন্য আমরা রাস্তায় নেমেছি। দাবি আদায় না হওয়া  এ আন্দোলন থামবে না।

Leave a comment

You must be Logged in to post comment.