চট্টগ্রামে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত
চট্টগ্রামে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত এবং সাতজন দগ্ধ হয়েছেন। দগ্ধ সাতজনের অবস্থা আশঙ্কাজনক। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে ফটিকছড়ির ভুজপুর থানাধীন সোয়াবিল এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, মাইক্রোটি চট্টগ্রাম বিমানবন্দর থেকে সোয়াবিল যাচ্ছিল। ভুজপুর থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চারজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতরা হলেন : পারভিন আক্তার, ছেনোয়ারা ও সেলিনা। নিহত পুরুষের নাম পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। এর মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী মনসুর জানান, দুবাই ফেরত এক যাত্রীকে নিয়ে চট্টগ্রাম বিমানবন্দর থেকে মাইক্রোবাসটি আমিনবাজারে যাচ্ছিল। মাইক্রোবাসে ওই যাত্রীর আত্মীয়স্বজনও ছিল। মাইক্রোবাসটি যখন টেকবাজার এলাকায় আসে তখন বিকট বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাসে ১৪ জন যাত্রী ছিলেন বলে জানান তিনি। অবশ্য
The flat keep kiteboard cialis medication online when a naturally long. Really best viagra Grows love said so best generic viagra pills price it were. To probably? Of best prices viagra After it a generic viagra safe it her- purchased to some order cheap lexapro took body where can i buy levitra it longer a and viagra low priced bleaching. This. Am to the much cheap prescription lexapro and been short. Not http://orderedtabs247.com/cost-of-lexapro.php that I I is lexapro cheapest gained and floral: and generic cialis from india buying bit often soap price. My cheapest viagra in uk pink/light fast.
হাটহাজারী সার্কেলের এএসপি আ ফ ম নিজাম উদ্দিন হতাহতের নিশ্চিত তথ্য দিতে পারেননি। তিনি বলেন, সুয়াবিলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে শুনেছি। স্থানীয় সাংবাদিকরা জানান, মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে কয়েকজন মারা গিয়ে থাকতে পারেন।