Published On: Wed, Jan 27th, 2016

গাজীপুরে মার্কেটে অগ্নিকাণ্ড

Share This
Tags

download

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার শেষরাতে কোনাবাড়ী নিউ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান জানান, রাত ৩টার দিকে কোনাবাড়ী নিউ মার্কেটে আগুন লাগে। এ ঘটনায় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের (জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি, কালিয়াকৈরের ২টি, টঙ্গীর ১টি, সাভার ইপিজেডের ১টি ও ঢাকার ১টি ইউনিট) কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। তিনি আরো জানান, আগুনে ১৩টি দোকানের মালামাল পুড়ে আনুমানিক প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।