Published On: Sat, Jun 18th, 2016

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ অটোরিকশা চালক আটক

Share This
Tags

yaba

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক অটোরিকশা চালককে আটক করা হয়েছে। শুক্রবার বিকালে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান। আটক মো. আব্দুল করিম (৩০) টেকনাফের সাবরাং এলাকার সালাম আহম্মদের ছেলে। জাহিদ বলেন, সাবরাং থেকে একটি অটোরিকশায় করে ইয়াবার একটি চালান টেকনাফ পৌর এলাকায় আসার গোপন সংবাদে বিজিবি সদস্যরা ওই এলাকায় অবস্থান নেন। “অটোরিকশাটি গোদারবিল এলাকায় পৌঁছালে দুই জন ব্যক্তি এগিয়ে গিয়ে একটি ব্যাগ গাড়িতে রাখে। এ সময় বিজিবির সদস্যরা ধাওয়া দিলে ওই দুইজন ব্যাগ ফেলেই দৌড়ে পালায়। তবে অটোরিকশার চালককে আটক করা হয়।” পরে ওই ব্যাগে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার ও আটোরিকশাটি জব্দ করা হয় বলে জানান তিনি। জাহিদ বলেন, “উদ্ধারকৃত ইয়াবাগুলোর মূল্য ৩০ লাখ টাকা।” আটককৃত ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।