ওমেন্স ওয়ার্ল্ডের রোজার অফার
পবিত্র রোজার মাস জুড়ে নারীর সৌন্দর্যে পূর্ণতা এনে দিতে দেশের সবচেয়ে বড় সৌন্দর্য সেবাদানকারী প্রতিষ্ঠান ওমেন্স ওয়ার্ল্ড গ্রাহকদের জন্য আকষর্ণীয় সব প্যাকেজ চালু করেছে।
কী হিসেব করছেন, মাত্র রোজা শুরু হলো ঈদ এখনো অনেক দেরি? এই চিন্তা করলে কিন্তু সব কাজ সময় মতো গুছিয়ে উঠতে বেগ পেতে হবে। তাই অন্য কাজের চাপ শুরু হওয়ার আগেই ঈদে নিজেকে সবচেয়ে সুন্দর আর আকষর্ণীয় করে উপস্থাপন করতে হলে বিশেষ ছাড়ে দারুণ প্যাকেজসমূহ থেকে বেছে নিয়ে আজই বুকিং দিন আপনারটি। ওমেন্স ওয়ার্ল্ডের সকল শাখায় এই সুবিধা চলবে ১লা রমজান হতে ২০ রমজান ২০১৩ । যোগাযোগ –ধানমণ্ডি (01733226155), কাকরাইল (01733226154), উত্তরা গুলশান (01733226151), (01733226153) এবং বনানী (01733226152)।
এছাড়াও প্রতিষ্ঠানটির চলতি আকর্ষণীয় ব্রাইডাল প্যাকেজ সমূহ ৩০ সেপ্টেম্বর ২০১৩ চলবে ।