ঈদে হানিফ সংকেত হাজির হচ্ছেন বিশেষ নাটক নিয়ে

প্রতি ঈদের মতো এবারও হানিফ সংকেত হাজির হচ্ছেন বিশেষ নাটক নিয়ে। এটিএন বাংলার জন্য নির্মিত নাটকটির নাম ‘পরিণামে পরিণয়’। প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে। তাঁর নাটকের গল্প ও নির্মাণশৈলীতে যেমন বৈচিত্র্য থাকে, তেমনি থাকে একটি সামাজিক বক্তব্য। নাটকটির প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, জাকিয়া বারী মম, নওরীন হাসান খান জেনি ও আরফান। এ ছাড়া হানিফ সংকেতের তত্ত্বাবধানে ফাগুন অডিও ভিশনের ব্যানারে তৈরি হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। এবারের অনুষ্ঠানে নেতা ও তার তিন সহকর্মীর মধ্যে প্রচারণা নিয়ে ঘটে নানা ঘটনা। নেতার ভূমিকায় অভিনয় করেছেন চিত্রতারকা মিশা সওদাগর এবং তার তিন সহকারীর ভূমিকায় সুভাশীষ ভৌমিক, আমিন আজাদ ও নজরুল ইসলাম। ‘পাঁচফোড়ন’ প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৫০ মিনিটে।