ইভেন্টস অ্যাপ নিয়ে আসছে ফেসবুক
‘ইভেন্টস’ নামে নতুন একটি অ্যাপ নিয়ে আসছে ফেসবুক। নতুন এই অ্যাপের মাধ্যমে আশপাশের বিভিন্ন ইভেন্টের খোঁজ পাওয়ার যাবে। অ্যাপটির মাধ্যমে ইউজাররা মূলত একটি ক্যালেন্ডার ভিউয়ে আশপাশের ইভেন্টগুলোর ব্যাপারে তথ্য পাবেন। এটিকে অ্যাড করা যাবে জিমেইল বা আউটলুকের মতো অন্যান্য ক্যালেন্ডারেও। ফেসবুকের হিসেবে, প্রতিদিন ১০ কোটির বেশি মানুষ ইভেন্টস ফিচারটি ব্যবহার করেন। সংস্থার তরফ থেকে আশা করা হচ্ছে তারা এখন এই অ্যাপটি ব্যবহার করবে। শিগগিরই এই অ্যাপটির অনলাইন সংস্করণ নিয়ে আসা হবে বলে জানিয়েছে ফেসবুক।