ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট নিকোলা মাদুরো
ক্ষমতাসীন দলের প্রার্থী নিকোলা মাদুরো ভেনেজুয়েলার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ।রোববার অনুষ্ঠিত নির্বাচনে সামান্য ব্যবধানে জয়ী হন তিনি। ভোটগণনা শেষে দেখা গেছে,নিকোলা মাদুরো পেয়েছেন ৫০ দশমিক ৮ শতাংশ এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী হেনরিক ক্যাপরিলস পেয়েছেন ৪৯ দশমিক ১ শতাংশ ভোট।নির্বাচনে এক কোটি ৯০ লাখ ভোটারের মধ্যে প্রায় ৮০ ভাগ তাদের ভোটাধিকার প্রযোগ করেন।ভেনেজুয়েলার নির্বাচনী কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।এদিকে, নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন হেনরিক ক্যাপরিলস।নিকোলা মাদুরো বর্তমানে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পাল করছেন। অন্যদিকে, মিরান্দা প্রদেশের গভর্নরের দায়িত্ব পালন করছেন ক্যাপরিলস।সমাজতান্ত্রিক আন্দোলনের কিংবদন্তী নেতা কিউবার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ গত ৫ মার্চ মৃত্যুবরণ করার পর তার উত্তরসূরি নির্বাচনে ১৪ এপ্রিল নির্বাচন আয়োজন করা হয়।
সূত্র : আল জাজিরা।