অসিদের বড় সংগ্রহ ফিঞ্চ-মার্শের রেকর্ডে
স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং প্রস্তুতি সারলো অস্ট্রেলিয়া। ফিঞ্চ-মার্শের রেকর্ড উদ্বোধনী জুটিতে ৩ উইকেট ৩৬২ রান তুলেছে তারা।
ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজে আগে অসিদের প্রস্তুতিটা বেশ ভালোই হলো বলা চলে।
এডিনবার্গে স্কটিশরা টস জিতে ফিল্ডিং নিলে শুরু থেকেই তাদের উপর চড়াও হন মার্শ-ফিঞ্চ জুটি। এই জুটি যখন ভাঙে তখন অসিদের সংগ্রহ ২৪৬ রান। উদ্বোধনী জুটিতে এটিই দলীয় সেরা তাদের।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়া ফিঞ্চ অভিষেক ওয়ানডেতে শতকের দেখা পেয়েছেন। ৯৬ বলে ১২ চার ও ৩ ছয়ে ১৪৮ রানের দ্বিতীয় সেরা ইনিংসটি খেলে সাজঘরে ফেরেন ফিঞ্চ।
ইয়ান ওয়ার্ডলর শিকার হওয়ার আগে ১৫১ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন মার্শ। ২৪ বলে ছয়টি বাউন্ডারিতে ৩৭ রান করেন শেন ওয়াটসন।
স্কটিশদের পক্ষে ২টি উইকেট নেন ওয়ার্ডল।
এ ম্যাচে আন্তর্জাতিক ওয়ানডে অভিষেক হয়েছে অস্ট্রেলিয়া প্রবাসী পাকিস্তানি লেগ স্পিনার ফাওয়াদ আহমেদের।