Published On: Sun, Apr 14th, 2013

অনন্ত বর্ষা আবার একসাথে !!!

Share This
Tags

anonto-borshaসব ভুলে আবারো এক ছাদের নিচে একসাথে বাস করছেন অনন্ত-বর্ষা। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মিডিয়ার কাছে মুখ না খুললেও তাদের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন অনন্ত’র মোহম্মদপুরের বাসায় থাকছেন দুজন।

কিছুদিন আগে একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগের ঝড় তোলেন অনন্ত বর্ষা। বিশ্বাস ভঙ্গের অভিযোগ তোলার পর শেষ সম্পর্কের ইতিও টেনেছেন বলে ঘোষনা দেন এ জুটি।এরপর নানা মাধ্যম থেকেই খবর শোনা যাচ্ছিলো, সমঝোতার দিকে এগোচ্ছেন তারা।

Leave a comment

You must be Logged in to post comment.