Published On: Sun, Mar 13th, 2016

জিম্বাবুয়েকে হারিয়ে সুপার টেনে আফগানিস্তান

Share This
Tags

afghanistan-zimbabwe-usman-ghani_3369577

ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত আফগানিস্তান। নক আউট হয়ে যাওয়া ম্যাচটিতে জিম্বাবুয়ে তাদের সাথে পারলোই না। এই টেস্ট খেলা দেশটিকে বিদায় করে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন বা মূল পর্বে উঠে গেলো আইসিসির সহযোগী দেশ আফগানিস্তান। নাগপুরে প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানরা জিতেছে ৫৯ রানে। মূল্যবান ৫২ রান করার পর ১ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ মোহাম্মদ নবি। জিম্বাবুয়ের বিপক্ষে খেলা ৫ ম্যাচেই জিতলো আফগানিস্তান। দুই দলই গ্রুপে ২টি করে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার এই লড়াইয়ে নেমেছিল। সুপার টেনে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সাথে গ্রুপ ওয়ানে খেলবে আফগানিস্তান। টস জিতে ব্যাট করা আফগানিস্তানের ইনিংসে ঝড় উঠেছিল শুরুতে। এরপর নেমেছিল ব্যাটিং ধ্বস। জিম্বাবুয়ের ইনিংস মোটামুটি শুরুর পর ধ্বসের মুখে পড়ে। আফগানরা দুই ব্যাটসম্যানের অসাধারণ ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে বিশাল সংগ্রহ পেয়েছিল। কিন্তু ধ্বসের মুখে প্রতিরোধের দেয়াল তুলতে পারেননি জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যান। হয়নি কোনো জুটি। তাতেই সর্বনাশ হয়েছে তাদের। ৬ উইকেটে ১৮৬ রান তুলেছিল আফগানিস্তান। জিম্বাবুয়ে ১৯.৩ ওভারে ১২৭ রানে অল আউট।