Published On: Wed, Apr 1st, 2015

রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, কো-পাইলট নিহত

Share This
Tags

image_205347.biman

রাজশাহী বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির কো-পাইলট তামান্না রহমান নিহত ও পাইলট লে. কর্নেল সাইদ কামাল দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাঁকে রাজশাহী সিএমএইচে ভর্তি করা হয়েছে। সেখান থেকে তাঁকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে। আজ বুধবার দুপুর সোয়া ২টার দিকে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামান্নার বাড়ি টাঙ্গাইলে। তাৎক্ষণিকভাবে তাঁদের সর্ম্পকে বিস্তারিত কিছু জানা যায়নি। আগুনে সাইদ কামালের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রকৌশলী রুমি জানান, “ইন্সট্রাক্টর সাইদ কামাল ও কো-পাইলট তামান্না রহমানসহ দুইজন একটি প্রশিক্ষণ বিমান উড়াচ্ছিলেন। বিমানটি রানওয়েতে টেকঅফ করার সময় ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে কো-পাইলট তামান্না ঘটনাস্থলেই মারা যান।”

Leave a comment

You must be Logged in to post comment.