Published On: Sun, Jan 11th, 2015

ইজতেমার প্রথম পর্ব সমাপ্ত

Share This
Tags

iztema

বিশ্ব উম্মার সমৃদ্ধি ও সুখ শান্তি কামনা করে ঢাকার অদূরে তাবলিগ জামাতের বৃহত্তম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষ হয়েছে। আজ রবিবার সকাল ১১টা ২০ মিনিটে দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ আখেরি মোনাজাত শুরু করেন। মোনাজাতে তিনি মুসলিম উম্মাহর ঐক্য-সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সুখ-সমৃদ্ধি কামনার পাশাপাশি নিজেদের পাপ মোচনের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছেন। এদিন ফজরের নামাজের পরই উর্দুতে হেদায়েতি বয়ান শুরু করেন মাওলানা সাদ। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা ওয়াসিফুল ইসলাম ও মাওলানা জুবায়ের। হেদায়েতি বয়ান শেষে আখেরি মোনাজাত শুরু হয়। এই মোনাজাতের মধ্যে দিয়েই সমাপ্তি ঘটে প্রথম দফা ইজতেমার।
আখেরি মোনাজাতে দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ ইসলামের সঠিক নির্দেশনাগুলো যথাযথভাবে পালনের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে তুরাগ তীরসহ আশপাশের এলাকা। স্যাটেলাইট টিভি চ্যানেলে আখেরি মোনাজাত সরাসরি সম্প্রচারের ফলে দেশ-বিদেশের কোটি কোটি মুসল্লি বাসা-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে যে যার মতো করে মোনাজাতে শরিক হয়েছেন। ১৬০ একর ইজতেমার ময়দান ছাড়িয়ে মুসল্লিদের স্রোত ঠেকেছে আশপাশের রাস্তাতেও। শুধু রাস্তায় নয়, বাসা-বাড়ির ছাদে বসেও মানুষ আখেরী মোনাজাতে অংশ নিচ্ছেন।
তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গত শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়। আগামী ১৬ জানুয়ারি ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। ১৮ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তাবলিগ জামাতের সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হবে। প্রথম পর্বে দেশের ৩২টি জেলার মুসল্লি অংশ নিয়েছেন।

তথ্য সুত্র – কালের কণ্ঠ

Leave a comment

You must be Logged in to post comment.