Published On: Thu, Jan 7th, 2016

৩ আসামির ফাঁসি কার্যকর আজ

Share This
Tags

kazi aref

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহম্মেদসহ দলটির পাঁচ নেতাকে হত্যার অপরাধে তিনজনের ফাঁসি কার্যকর করা হচ্ছে আজ বৃহস্পতিবার রাতে। আলোচিত এই হত্যাকাণ্ডের প্রায় ১৬ বছর পর যশোর কারাগারে তাঁদের দণ্ড কার্যকর হচ্ছে। ফাঁসির সাজা পাওয়া আরো ছয়জনের মধ্যে পাঁচজন পলাতক রয়েছেন। একজনের মৃত্যু হয়েছে। যাঁদের সাজা কার্যকর হচ্ছে তাঁরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা গ্রামের উম্মত মণ্ডলের ছেলে আনোয়ার হোসেন ও সিরাজুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম ঝন্টু, রাজনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সাফায়েত হোসেন ওরফে হাবি। যশোর কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিনজনের ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সিনিয়র জেল সুপার শাজাহান আহমেদ বলেন, বৃহস্পতিবার রাতের মধ্যেই তিন আসামির দণ্ড কার্যকরে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়ছে। যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান কালের কণ্ঠকে বলেন, বৃহস্পতিবার রাত ১১ থেকে ১২টার মধ্যে তিন আসামির ফাঁসি কার্যকর হবে। গত মঙ্গলবার কারাগারে তিনজনের সঙ্গে শেষবারের মতো দেখা করে স্বজনরা। তারাও ফাঁসি কার্যকরের দিনক্ষণ ঠিক হওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছে।