সুখী হবার জন্য কিছু উপায়

Share This
Tags


woman happinessডেস্ক নিউজ (dhakabd24) ফয়সাল আহমেদ আদনান: – – –

পিটার জোনস নামে এক ব্যক্তি তার ব্যক্তিগত কিছু সমস্যার সমাধানের মধ্যদিয়ে সুখী হওয়ার কিছু উপায় বাতলে দিয়েছেন। নতুন বার্তার পাঠকদের জন্য পিটার জোনসের সেই টিপস গুলো দেয়া হলো।

প্রথমত, সময়ের সদ্বব্যবহার করুন।

দ্বিতীয়ত, আপনি কি কি করতে চান তার একটি তালিকা তৈরি করুন এবং সেগুলোর বাস্তবায়নও করুন।

তৃতীয়ত, সিনেমার টিকেট, ট্রেনের টিকেট, পোস্টকার্ড ও শুভেচ্ছাকার্ডের মতো স্মারকগুলো সংরক্ষণ করুন। তবে সবকিছুই সংরক্ষণ করার দরকার নেই।

চতুর্থত, আপনার জীবনে কোনটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি তা বুঝতে শিখুন।

পঞ্চমত, গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিতে শিখুন।

ষষ্ঠত, জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিজেকে মনে করিয়ে দেয়া উচিৎ। একটা ছোট কার্ডও আপনার জীবনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রয়োজনে আপনি জীবনে যা করতে চান তা লিখে ম্যানিব্যাগে রেখে দিন। এটা অনেক সময় দারুণ কাজে দেয়।

সুখের কোনো সর্বজন স্বীকৃত সংজ্ঞা নেই। একেকজন একেকভাবে সুখী হয়। তারপরও পিটারের দেয়া টিপসগুলো কিন্তু সবারই কাজে লাগতে পারে।তাই টিপসগুলো প্রয়োগ করেই দেখুন না, সুখপাখি ধরা দেয় কিনা

Leave a comment

You must be Logged in to post comment.