Published On: Thu, Nov 27th, 2014

মাকে হারালেন অভিনেতা জাহিদ হাসান

Share This
Tags

zahid-300

বিশিষ্ট অভিনেতা জাহিদ হাসান তার মাকে হারালেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা হামিদা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। প্রথমে হামিদা বেগমকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তিনি রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শমরিতা হাসপাতালের চিকিৎসক আজ বৃহস্পতিবার তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি পাঁচ ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বিকেলে জাহিদ হাসানের সঙ্গে কথা বলে জানা যায়, মায়ের মরদেহ নিয়ে তিনি এখন সিরাজগঞ্জে আছেন। মায়ের জন্য তিনি সবার দোয়া চেয়েছেন। বললেন, ‘অনেক দিন ধরে মা অসুস্থ। খুব কষ্ট পাচ্ছিলেন তিনি। তার পরও মা ছিলেন। কিন্তু আজ সকালে আমাদের ছেড়ে গেলেন। বিষয়টা ভাবতেই কেমন যেন লাগছে। মা নেই, পৃথিবীটা খুব শূন্য।’ ঢাকার ধানমন্ডিতে জোহরের নামাজের পর জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় সিরাজগঞ্জে। সেখানে স্বামী প্রয়াত ইলিয়াস উদ্দিন তালুকদারের পাশে তাঁকে কবর দেওয়া হবে।

Leave a comment

You must be Logged in to post comment.