Published On: Thu, May 12th, 2016

বিদায় টনি কোজিয়ার

Share This
Tags

tony kojiar

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের কণ্ঠস্বর টনি কোজিয়ার আর নেই। ক্যারিবিয়ান কিংবদন্তি এই ক্রিকেট ধারাভাষ্যকার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন কোজিয়ার। নিজের দেশ বার্বাডোজের একটি হাসপাতালে ভর্তী ছিলেন। কিন্তু আর পেরে ওঠেননি। আজ বুধবার চলে গেলেন চির অজানায়। উইনস্টন অ্যান্থনি কোজিয়ার তার পুরো নাম। ১৯৪০ সালে বার্বাডোজে জন্ম। ১৯৬২ সালের পর ওয়েস্ট ইন্ডিজের প্রায় প্রতিটি ক্রিকেট সিরিজের ধারাভাষ্য দিয়েছেন তিনি। ক্রিকেট লিখিয়ে, ইতিহাসবিদ, সাংবাদিক, রেডিও ও টেলিভিশন ধারাভাষ্যকার হিসেবে কোজিয়ার নিজেকে নিয়ে গিয়েছিলেন ভিন্ন উচ্চতায়। যৌবনে বার্বাডোজে একই সাথে ক্রিকেট ও হকি খেলেছেন কোজিয়ার। হকিতে ছিলেন গোলকিপার। ক্রিকেট খেলেছেন দুটি ক্লাবের হয়ে। ছিলেন ওপেনিং ব্যাটসম্যান ও উইকেটকিপার। কিন্তু খেলোয়াড় হিসেবে খুব নামী কেউ ছিলেন না। জন্ম নিয়েছিলেন সাংবাদিক বাবার ঘরে। সেই নেশাটা ছিল রক্তে। কানাডার ওটাওয়ার কার্লেটন ইউনিভার্সিটিতে সাংবাদিকতা নিয়ে পড়ালেখা করেছিলেন। ১৯৫৮ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট নিয়ে তার লেখালেখি ও ধারাভাষ্যের শুরু। বল বাই বল ধারাভাষ্য তার কণ্ঠে শিল্পে উন্নিত হয়েছিল। বিবিসি, স্কাই, চ্যানেল নাইনের মতো বিখ্যাত মাধ্যমের সাথে ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন কোজিয়ার। লিখেছেন অনেকগুলো বইও। ২০১১ সালে মেরিলবোন ক্রিকেট ক্লাব ক্রিকেটে তার অসামান্য অবদানের জন্য আজীবন সদস্য পদ দেয়। বার্বাডোজের কেনসিংটন ওভালের প্রেস বক্সের নাম তার নামে করা হয়েছে।