Published On: Wed, Nov 18th, 2015

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার সাময়িক বন্ধ

Share This
Tags

WhatsApp-Paid-India-660x400

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, দেশ স্থিতিশীল করতেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ভাইবার সাময়িক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। উচ্চ আদালতে রিভিউ আবেদনে যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার আদেশের পর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার ও ভাইবার সাময়িকভাবে বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু আমাদের দেশেই নয়, সব দেশই বন্ধ করে। যুদ্ধাপরাধ বিচারের রায়ের কারণে এটি বন্ধ কিনা এবং কেন বন্ধ করা হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে মন্ত্রণালয় থেকে বন্ধ করা হয়েছে তারা ভালো বলতে পারবেন। তবে আমার মনে হয়, যুদ্ধাপরাধের বিচার নিয়ে উৎকণ্ঠিত সরকার। দেশে তারা (বিএনপি-জামায়াত) অস্থিতিশীল পরিস্থিতি ঘটাতে পারে, সে জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। দু-চারদিন হয়তো বন্ধ থাকবে। তবে সুনির্দিষ্ট কতদিন বন্ধ থাকবে তা জানাতে পারবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

Leave a comment

You must be Logged in to post comment.