Published On: Thu, Jan 7th, 2016

ফাঁসি বহাল থাকলো নিজামীর

Share This
Tags

Nijami jamat

বছরের শুরুতেই জাতির জন্য স্বস্তির খবর এলো আদালত থেকে। মুক্তিযুদ্ধের সময় দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীলনকশা বাস্তবায়নকারী আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বুদ্ধিজীবী হত্যাসহ চারটি অভিযোগে জামায়াতে ইসলামীর আমির নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে তিনটিতেই তাঁর ফাঁসির দণ্ড বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। বুদ্ধিজীবী হত্যার দায়ে গত ২২ নভেম্বরের প্রথম প্রহরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়েছে। এর দেড় মাসের মাথায় একই অপরাধে জামায়াতের সর্বোচ্চ নেতা নিজামীর মৃত্যুদণ্ডের সাজা বহাল রেখে রায় দিলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ ঐকমত্যের ভিত্তিতে গতকাল বুধবার এ রায় দেন। উভয় পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে প্রধান বিচারপতি রায়ের সংক্ষিপ্ত আদেশ পড়ে শোনান। এ বেঞ্চের অন্য তিন বিচারপতি হলেন—বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রায় ঘোষণা উপলক্ষে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতি গতকাল সকাল ৯টা ৪ মিনিটে এজলাসে আসন নেন। এর তিন মিনিট পর সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি। তিনি আদেশে বলেন, আপিল আংশিক মঞ্জুর করা হলো। ১, ৩ ও ৪ নম্বর অভিযোগ থেকে খালাস দেওয়া হলো। আর ২, ৬, ৭, ৮ ও ১৬ নম্বর অভিযোগে ট্রাইব্যুনালের দেওয়া সাজা বহাল রাখা হলো। গতকাল রায় ঘোষণা উপলক্ষে সুপ্রিম কোর্ট এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালতে আসা প্রত্যেককে তল্লাশি করে ভেতরে ঢুকতে দেওয়া হয়। সন্দেহভাজন কোনো ব্যক্তিকে আদালত চত্বরে ঢুকতে দেওয়া হয়নি।