পেইজা তে স্বল্প খরচে অনলাইন লেনদেন সুবিধা

মাত্র ৩ শতাংশ চার্জের বিনিময়ে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্যদের অনলাইনে অর্থ লেনদেনের সুযোগ দেবে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেইজা বাংলাদেশ (কাসাডা টেকনোলজি বাংলাদেশ লিমিটেড)। ফলে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপালের বিকল্প হিসেবে পেইজা গেটওয়ে ব্যবহারের সুযোগ মিলবে। রবিবার রাজধানীর মহাখালীর একটি কনভেনশন সেন্টারে ‘এমপাওয়ারিং ই-কমার্স থ্রু অনলাইন পেমেন্ট সার্ভিসেস ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, ‘আমরা দেশে পেপালকে আনার চেষ্টা করছি। তারাও বাংলাদেশে কাজ করতে আগ্রহী। তবে আশার কথা, পেপালের আগে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে পেইজা।’ অনুষ্ঠানে জানানো হয়, অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপালের আদলে কাজ করে পেইজা। তাই পেইজার মাধ্যমে সরাসরি বৈদেশিক বা স্থানীয় মুদ্রায় অর্থ লেনদেন করা সম্ভব। রয়েছে নিজের অ্যাকাউন্টে টাকা জমা ও ওঠানোর সুবিধাও। উপস্থিত ছিলেন পেইজার আন্তর্জাতিক বিপণন কর্মকর্তা (সিএমও) আমর ম্যাগন ও ই-ক্যাবের সভাপতি রাজীব আহমেদ।