নির্বাচন পদ্ধতি পরিবর্তন করুন – এরশাদ

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনিশ্চিত মন্তব্য করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যানের হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে। কেননা এ পর্যন্ত যতবার নির্বাচন হয়েছে ততবারই সুষ্ঠু হয়নি বলে সবাই অভিযোগ করেছে। তাই সিটি নির্বাচন সুষ্ঠ হবে কি না মানুষের মনে সন্দেহ রয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জাতীয় পার্টি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন।
আগে মানুষ কোনো কথা বলতো না কিন্তু এখন কথা বলতে শুরু করেছে উল্লেখ করে এরশাদ বলেন, দুই দলের কাছ থেকে গণতন্ত্র মুক্তি পাক। মানুষ মুক্তি চায়। আগে কেউ কথা বলতো না কিন্তু এখন কথা বলতে শুরু করেছে।
দলের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে নিজেকে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র পদপ্রার্থী ঘোষণা করায় বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
উল্লেখ্য, এদিন সকালেই বনানীতে ববি নিজেকে ডিসিসি উত্তরের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছেন। যদিও ইতিমধ্যে দুই সিটি করপোরেশনে জাতীয় পার্টির পক্ষ থেকে দু’জন প্রার্থী চূড়ান্ত হয়েছে।
এ ব্যাপারে এরশাদ বলেন, আমরা আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেব। তবে কেউ অপরাধ করে পার পায়নি আর ভবিষ্যতেও পাবে না।
জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- পানি সম্পদ মন্ত্রী ও প্রেসিডিয়াম আনিসুল ইসলাম মাহমুদ, মীর আব্দুর সবুর আসুদ, এসএম ফয়সাল চিশতী, সাইদুর রহমান টেপা, উত্তরের মেয়র প্রার্থী বাহাউদ্দিন বাবুল, দক্ষিণের মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহম্মেদ মিলন ও মহিলা পার্টির অনন্যা হোসাইন মৌসুমী প্রমুখ।