নিমেষেই তছনছ হয়ে গেছে সাজানো একটি পরিবার

কুমিল্লায় বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে জাতীয় মানসিক রোগ ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার ফজলুল বারী ও তার স্ত্রী-সন্তানসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২ জন। ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিমেষেই তছনছ হয়ে গেছে সাজানো একটি পরিবার। একদিন আগেও পরিবারের এমন পরিণতির কথা ভাবতে পারেননি কেউই। কিন্তু এখন কঠোর বাস্তবতার মুখোমুখি তারা।
পুলিশ ও স্বজনরা জানায়, কুমিল্লা থেকে বিয়ের দাওয়াত খেয়ে মঙ্গলবার রাতে সপরিবারে ঢাকায় ফিরছিলেন জাতীয় মানসিক রোগ ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার ফজলুল বারী মিঠু। পথে ভোরে দাউদকান্দি উপজেলার টামটা এলাকায় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী বাসের সাথে তার প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ডাক্তার ফজলুল বারী, তার স্ত্রী ও বাড়ির গৃহকর্মী নিহত হন। এ সময় গুরুতর আহত ফজলুল বারির দুই মেয়েকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে বড় মেয়ে ফাহমিদার মৃত্যু হয়। তবে দুর্ঘটনায় আহত ছেলে আরিয়ান ও ছোট মেয়ে সাবিহা আশংকা মুক্ত বলে জানিয়েছে চিকিৎসক।
এদিকে, অনাকাঙ্ক্ষিত এ মৃত্যুতে আহাজারি যেন থামছে না স্বজনদের।
এ দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালককে আটক করতে পারেনি পুলিশ। নিহত ডাক্তার ফজলুল বারী মিঠুর গ্রামের বাড়ি বগুড়া সদর উপজেলার।