Published On: Sun, Jan 31st, 2016

দেশের প্রথম ই-বুক ‘একুশ ই-বুক’

Share This
Tags

inu

জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হসানুল হক ইনু বলেছেন, দেশের প্রথম ইলেকট্রনিক বুক ‘একুশ ই-বুক’ বাংলা ভাষার সেরা সাহিত্যগুলো এখন হাতের মুঠোয় নিয়ে আসবে। আজ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি মাইডাস সেন্টারে একুশ ই-বুক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিজ্ঞাপনী সংস্থা মাত্রা’র সহযোগিতায় মোবাইল ফোন কোম্পানি ‘ওকে মোবাইল’ এই একুশ ই-বুক প্রকাশ করেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তথ্যমন্ত্রী বলেন, একুশ ই-বুক বদলে যাওয়া সময়ে পড়ার আগ্রহ আরো বাড়াবে। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বাঙালি সাহিত্যানুরাগী সহজে বাংলা সাহিত্যের কাছা কাছি থাকবে। হাতের মুঠোয় থাকবে বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বীরত্ত্বের চীর গাথা। তিনি বলেন, এ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় আরেক ধাপ। পৃথিবীময় বাংলাকে পৌঁছে দিতে একুশ ই-বুক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে তিন ভুবনের তিন বন্ধু ইমদাদুল হক মিলন, ফরিদুর রেজা সাগর ও অভিনেতা চিত্রশিল্পী আফজাল হোসেনের সাহিত্যকর্ম এই ই-বুকে সংকলিত থাকবে। পরবর্তীতে বাংলা সাহিত্যের অসংখ্য লেখার সবচেয়ে বড় মাধ্যম হিসেবে কাজ করবে একুশ ই-বুক। একুশ ই-বুক মূলত ওকে মোবাইলের একুশের ট্যাবের একটি অংশ। একুশ ই-বুকের স্বাদ নিতে হলে পাঠককে কিনতে হবে ওকে একুশে ট্যাব। যাতে অন্যান্য বিনোদনমূলক অ্যাপসের পাশে থাকবে এই ‘একুশ ই-বুক’। পাঠক অনলাইনে অর্ডার করে এর মাধ্যমে বই কিনতে পারবে এবং একুশ ই-বুক লাইব্রেরির সদস্য হয়ে বই পড়তে পারবে।