Published On: Fri, Feb 12th, 2016

দেখবো বাংলাদেশ গড়বো বাংলাদেশ

Share This
Tags

shovon vai

ট্যুরিজম বর্ষ উপলক্ষ্যে ‘‘দেখবো বাংলাদেশ গড়বো বাংলাদেশ’’ স্লোগান নিয়ে পায়ে হেটে তেতুলিয়া থেকে টেকনাফ গমনের এক ব্যতিক্রমী পদক্ষেপ গ্রহণ করেছেন সমাজকমী জনাব জাহাঙ্গীর আলম শোভন।আজ ১২ ফ্রেব্রুয়ারী, সকাল ১০টা বাংলাবান্ধা থেকে তার এই যাত্রা শুরু হয়েছে । এই শুভ যাত্রা যার নাম দেয়া হয়েছে “দেশ দেখা”।জনাব জাহাঙ্গীর আলম শোভন এই কাজটি করবেন সম্পূর্ণ তার আত্মতৃপ্তির জন্য। তাঁর এই কাজের অনুপ্রেরণায় আছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও PATA । টেকনিক্যাল পার্টনার হিসেবে আছে Dinratri.com , UNICO  এবং  Focus Frame । লজিস্টিক পার্টনার হিসেবে আছে Kinley.com  ও  Walletmix । মিডিয়া পার্টনার হিসেবে কাজ করবে দৈনিক ইত্তেফাক , Radio Foorti , Banglamail 24 , ঢাকা রিপোর্ট ,  Monitor , CA , ডিজিটাল সময় , দেশ দর্পণ ,  Travel , E com Voice , E Potrika  এবং DhakaBD 24.com ।

জনাব শোভন কে সরাসরি  track করা যাবে http://www.greenalp.com/realtimetracker/index.php?fs=1    এই লিংক টি থেকে । আমরা DhakaBD24.com পরিবার জনাব শোভন এর যাত্রার সংবাদ প্রতিদিন জানিয়ে দেব এবং আমাদের পক্ষ থেকে থাকলো অনেক শুভকামনা । প্রতিদিন এর আপডেট জানতে চোখ রাখুন  DhakaBD24.com  এর পর্দায় এবং লাইক দিয়ে আপডেট থাকুন  আমাদের ফেসবুক পেজ এ  facebook.com/dhakabd24

ধন্যবাদ

ফয়সাল আহমেদ আদনান

ডেস্ক রিপোর্ট –  dhakabd24.com