Published On: Thu, Nov 23rd, 2017

দুই সিমের আইফোন আসছে

Share This
Tags

0001121_apple-iphone-7-plus_420

গত বছরই এ খবর ছড়িয়েছিল যে আইফোন অবশেষে ডুয়াল সিমের মোবাইল আনবে। অবশেষে সেই গুজব বাস্তবায়িত হতে চলেছে।যদিও অ্যাপল কোনো অফিসিয়াল ঘোষণা দেয়নি। কিন্তু বিশেষজ্ঞ মিং-চি কুয়ো যখন বলেছেন তখন এটাকে সত্য ধরে নিতেই পারেন। কেজিআই’য়ের এই বিশ্লেষক আইফোন সম্পর্কে যে তথ্যগুলো দেন, তা সত্যি হয়ে যায়। তিনিই বলছেন, আগামী বছর ওলেড পর্দার যে দুটি মডেল আনবে আইফোন তা দুই সিমের হবে। দুটো স্লটের সিমে ডুয়াল স্ট্যান্ডবাই মোডও থাকবে।

ম্যাকরিউমার্স থেকে জানা যায়, স্মার্টফোন দুটো কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স২০ মডেম নিয়ে আসবে। থাকবে ইন্টেলের এক্সএমএম ৭৫৬০। এগুলো ইন্টেল এবং কোয়ালকমের আগের মডেলে উন্নত সংস্করণ। দুটোর চিপসেট হবে অনেক শক্তিশালী। কাজেই আরো দ্রুতগতির হবে এদের কার্যক্ষমতা।

আরো বলা হচ্ছে, দুটো সিমেই এলটিই সংযোগ থাকবে এবং তাদের ব্যবহার করা যাবে। আপাতত মনে করা হচ্ছে, চিপসেট সরবরাহ করবে ইন্টেল।  যারা দুটো সিম ব্যবহার করেন, তাদের জন্য একটা একটা দারুণ খবর। যারা একাধিক ফোনসেট পকেটে নিয়ে ঘোরেন, তারা দুটো সিম ব্যবহার করতে একটি আইফোন কিনে ফেলতে পারবেন। আইফোনের শখটাও পূরণ হবে।

শুধু ডুয়াল সিমই নয়, আইফোনের অন্যান্য গুণ তো থাকছেই। দুটো ফোনেই ফেস আইডি প্রযুক্তি থাকবে। কারণ আইফোন ব্যবহারকারীদের মধ্যে টাচ আইডি’র পরিবর্তে ফেস আইডি বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।