Published On: Tue, Mar 10th, 2015

ডুবে যাওয়া গাড়ি থেকে ১৮ মাসের জীবিত উদ্ধার

Share This
Tags

bilde

গাড়ি উলটে নদীর পানিতে। পাশে পড়ে আছে মায়ের মৃতদেহ। এই অবস্থায় ১৪ ঘণ্টা থাকার পর জীবিত উদ্ধার হলো ১৮ মাসের এক শিশুকন্যা। আশ্চর্য ভাবে ওই শিশুর উদ্ধারের ঘটনায় চমকে উঠেছেন চিকিত্‍সকরাও। তার অবস্থা প্রথমে আশঙ্কাজনক থাকলেও এখন স্থিতিশীল।

স্পেনের উটা নদিতে রবিবার এই ঘটনা ঘটে। নিজের ১৮ মাসের শিশুকন্যাকে নিয়ে গাড়ি চালিয়ে সালেম থেকে স্প্রিংভিল ফিরছিলেন মেডিক্যাল ছাত্রী লিন গ্রুসবেক। নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। উটা নদী পেরনোর সময় সেতুর একটি সিমেন্টের চাঙড়ে ধাক্কা মারেন গ্রুসবেক। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উলটে পড়ে নদীর পানিতে। গ্রুসবেক মারা গেলেও আশ্চর্যজনক ভাবে রক্ষা পায় তাঁর শিশুকন্যা। সিটবেল্ট বাঁধা অবস্থায় উলটে যাওয়া গাড়ির আসন থেকে ঝুলছিল সে। গাড়ির মধ্যে পানি ঢুকলেও, ওই শিশুটি পর্যন্ত জলস্তর পৌঁছায়নি।

এই ভাবে ১৪ ঘণ্টা কাটে। নদীতে মাছ ধরতে গিয়ে এক মত্‍স্যজীবীর নজরে পড়ে এই ঘটনা। তিনিই ওই শিশুটিকে উদ্ধার করে সল্টলেক সিটি হাসপাতালে ভর্তি করেন। খবর দেন পুলিশেও। উদ্ধার হওয়া শিশুটির খালা এই ঘটনার জন্য পুলিশ ও উদ্ধারকারী ব্যক্তিকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a comment

You must be Logged in to post comment.