Published On: Thu, Jan 21st, 2016

টেনশনে সালমান খান

Share This
Tags

salman khan tensionসালমানের সুখের দিল কি শেষ? বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আর এক সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এস এল পি)  দায়ের করবে মহারাষ্ট্র সরকার। রাজ্য সরকারের আইনজীবীদের ইতিমধ্যেই নির্দেশিকা পাঠিয়েছে আইন এবং বিচার দপ্তর। ঠিক এই কারণেই নিজের জন্মদিনে বান্ধবী লুলিয়া ভান্টুরের সঙ্গে বাগদানের ঘোষণাটি শেষ পর্যন্ত করেননি। ২০০২ সালের সেপ্টেম্বরে বান্দ্রা বেকারির সামনে সালমানের গাড়ি ফুটপাথে উঠে গেলে প্রাণ হারান এক পথবাসী। জখম হন চার জন। সেই মামলায় দোষী সাব্যস্ত করে গত মে মাসে সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। রায়ের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আবেদন করেন তিনি। তদন্তে ফাঁক রয়েছে জানিয়ে ১০ ডিসেম্বর তাঁকে বেকসুর খালাস করেন বম্বে হাইকোর্টের বিচারপতি এ আর যোশি। হাইকোর্টের রায়দানের ৯০ দিনের মধ্যে তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে সরকার। সালমান মামলায় এবার সেই পদক্ষেপই নিচ্ছে দেবেন্দ্র ফড়নবিশের সরকার।